ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে গিয়ে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলেই শিক্ষার্থীদের ভিসা বাতিল করছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ পর্যন্ত এমন ৩০০টির বেশি ভিসা বাতিল করেছেন এবং তা অব্যাহত রাখার হুমকি দিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) ইসরাইলের কট্টর সমর্থক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিজেই এ কথা জানান।
মার্কো রুবিও বলেন, তিনি ব্যক্তিগতভাবে প্রতিটি ভিসা বাতিলের আদেশে স্বাক্ষর করেছেন।
কতজনের ভিসা বাতিল করা হয়েছে জানতে চাইলে মার্কো রুবিও বলেন, এই মুহূর্তে হয়তো ৩০০টির বেশি। আমরা প্রতিদিন এটি করি।
গায়ানা সফরকালে তিনি সাংবাদিকদের বলেন, আমি এই ‘উন্মাদ’দের পেলেই তাদের ভিসা কেড়ে নিই। আমি আশা করি, কোনো এক সময় আমরা তাদের কাছ থেকে মুক্তি পাব।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকে ডোনাল্ড ট্রাম্প কলেজ ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন।