সোমবার | ২২ ডিসেম্বর | ২০২৫
spot_img

মিয়ানমারে ভূমিকম্পে অন্তত ১৪৪ নিহত, আহত ৭৩২

মিয়ানমারে ভূমিকম্পের ঘটনায় অন্তত ১৪৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং।

তিনি জানান, এখন পর্যন্ত ৭৩২ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে দেশটির রাজধানী নেপিডোতে। সেখানে অন্তত ৯৬জন মারা গেছেন। এছাড়া মান্দালয়ে ৩০ এবং সাগায় ১৮ জনের মৃত্যুর কথা জানিয়েছেন তিনি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় আজ শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর মান্দালয়ের কাছে ৭ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। প্রায় ১১ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প–পরবর্তী কম্পন অনুভূত হয়।

ইউএসজিএস আরও জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির প্রায় ছয় মাইল গভীরে। কম গভীরতায় হওয়ায় কম্পন ভয়াবহভাবে অনুভূত হয়েছে।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img