বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) মিরপুর-১ ঈদগাহ মাঠ সংলগ্ন অষ্ট ব্যঞ্জন রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএমএ’র কেন্দ্রীয় সভাপতি মুফতী আব্দুল হামিদ গওহরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা মাহমুদুল হক,
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার টেলিভিশনের আলোচক ড. ফয়জুল হক, আল আযহার ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক মোঃ তানবীরুল ইসলাম।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বিএমএ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী হিফজুর রহমান, মুফতী ইব্রাহীম খলিল কাওছারী, হাফেজ মোয়াজ্জেম হোসেন, আহসান হাবিব, এহসানুল করিম, শাহ-আলী থানা সভাপতি মুফতী রফিকুল ইসলাম, ভাষানটেক থানা সভাপতি মুফতী মফিজ উদ্দিন, রুপনগর থানা সাংগঠনিক সম্পাদক মুফতী মুবাশ্বির,
দারুস সালাম থানা সাংগঠনিক সম্পাদক মুফতী রেজাউল করিম, মিরপুর মডেল থানা সহ সভাপতি মুফতী আব্দুল আলিম, পল্লবী থানা প্রচার সম্পাদক মুফতী আশিকুর রহমান, কাউন্দিয়া ইউনিয়নের সভাপতি মুফতী সাইদুল ইসলাম, কাফরুল থানার প্রচার সম্পাদক মুফতী মুবাশ্বির, মুফতী মোস্তফা আশরাফী, মুফতী রায়হান সিদ্দিকী প্রমুখ।