বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় ঈর্ষণীয় সফলতা অর্জন করেছেন মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাক’র শিক্ষার্থীরা। পরীক্ষায় অংশগ্রহণকারী মাদরাসাটির প্রায় শতভাগ ছাত্র মুমতাজ (GPA-5) মানে উত্তীর্ণ হয়েছে।।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বেফাক’র ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ঘোষণা হয়।
পরীক্ষায় ফয়জিল কুরআনের শিক্ষার্থী নেয়ামাতুল্লাহ রিদওয়ান সানাবিয়া উলইয়া (শরহে বেকায়া) জামাতে সারা দেশে প্রথম স্থান এবং লাবিব মাসরুর সানাবিয়া আম্মাহ (কাফিয়া) জামাতে প্রথম স্থান ও ওমর ফারুক তৃতীয় স্থান অধিকার করেছেন। এছাড়াও মেশকাত, শরহে বেকায়া, কাফিয়া, নাহবেমির, ইবতিদায়ি ও হিফজুল কোরআনের ৯৬ জন ছাত্র মেধাতালিকায় ঈর্ষণীয় সফলতা অর্জন করেছে।
মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী মুরতাজা হাসান ফয়েজী মাসুম বলেন, রাব্বে কারিমের অপার অনুগ্রহ ব্যতীত এমন সফলতা ও সফলতার এমন ধারাবাহিকতা সম্ভব নয়। আমরা সকল শিক্ষার্থীকে মাদরাসায় আবাসিক রাখার চেষ্টা করি। প্রতিজন ছাত্রকে নিয়ে আমরা আলাদা আলাদা চিন্তা করি। প্রত্যেকের সবলতা ও দুর্বলতাগুলো খুঁজে বের করার চেষ্টা করি। উস্তাদরা তাদের আরাম-বিশ্রাম বিসর্জন দিয়ে পরিশ্রম করেন। ছাত্রদের পরিশ্রম ও প্রস্তুতি নিশ্চিত করেন। ছাত্ররাও আনুগত্যের সাথে উস্তাদদের নির্দেশনা মেনে হাড়ভাঙা পরিশ্রম করে। তবে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর মেহেরবানি।
তিনি বলেন, আমি আমার প্রতিষ্ঠান ও ছাত্র-শিক্ষকদের জন্য সকলের কাছে দুআ চাই। ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আশা করি, ওরা একদিন জাতীয় ও আন্তর্জাতির্ক পরিমণ্ডলে মুসলিম উম্মাহর সেবায় দক্ষতার সাথে আত্মনিয়োগ করতে পারবে। আমরা সেভাবেই ওদের গড়ে তোলার চেষ্টা করছি। সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমাদের পরিশ্রম ও সাধনাও অব্যাহত থাকবে। আমি আশা করি, আল্লাহর দয়া ও আপনাদের দুআর বদৌলতে আমরা আরো এগিয়ে যেতে পারব, ইনশাআল্লাহ।