সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

আদালত প্রাঙ্গণে বিক্ষুদ্ধ জনাতার কিল-ঘুষি খেলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল

spot_imgspot_img

নারায়ণগঞ্জ আদালতের এজলাসে প্রবেশমুখে বিক্ষুদ্ধ জনতার হাতে কিল-ঘুষি খেয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে তিনটার দিকে এই ঘটনা ঘটে।

এদিন আনিসুল হককে গত বছর কোটা আন্দোলনে নিহত হাফেজ মো. সোলাইমান (১৯) হত্যা মামলায় রিমান্ড শুনানির নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়েছিল। পরে শুনানি শেষে তাকে চারদিনের রিমান্ড দেয় আদালত।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, দুপুরে আদালতে তোলার সময় বাহিরে মানুষরা আনিসুল হকের ফাঁসি চেয়ে স্লোগান দেন। শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার সময় প্রবেশমুখে তাকে কিল-ঘুষি দেন তারা। এ সময় আনিসুল হকের মাথায় হেলমেট ছিল। বিশৃঙ্খল পরিস্থিতি দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা আনিসুলকে নিয়ে দৌঁড়ে আদালতের বারান্দা ত্যাগ করেন এবং একইভাবে তাকে দ্রুততার সঙ্গে প্রিজন ভ্যানে তোলেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img