এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। সেই সমাবেশে যোগ দিয়েছেন এটিএম আজহারুল ইসলাম। এ সময় জামায়াতের নেতারা তাকে স্বাগত জানান।
এর আগে, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের ভিত্তিতে আজ বুধবার (২৮ মে) সকাল ৯টার পর বাংলাদেশ মেডিকেলের প্রিজন সেল থেকে তিনি মুক্তি পান তিনি। এ সময় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা তাকে বরণ করে নেন।
উল্লেখ্য, ২০১২ সালের ২২ আগস্ট মগবাজারের বাসা থেকে এটিএম আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন। প্রায় ১৩ বছর পর আজ তিনি মুক্তি পেলেন।