প্রায় ১৩ বছর কারাবরণের পর আজ বুধবার (২৮ মে) সকাল ৯টার পর মুক্তি পান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। মুক্তি পেয়েই যোগ দেন শাহবাগে জামায়াত আয়োজিত শোকরানা সমাবেশে।
মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে সমাবেশে তিনি বলেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, বাকি জীবন জনগণের অধিকার, ন্যায়বিচার ও ইসলামি মূল্যবোধের পক্ষে লড়াই চালিয়ে যাব।
নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রসঙ্গ তুলে ধরে শাহাদাতের আকাঙ্ক্ষা প্রকাশ করে তিনি বলেন, ‘আমার অপরাধ কী ছিল? আমার অপরাধ ছিল আল্লাহর প্রতি বিশ্বাস। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি যেই অপরাধে যেই ফাঁসির কাষ্ঠ থেকে ফিরে এসে আমীরে জামায়াতের কাছ থেকে ফুলের মালা পাচ্ছি, আমি যেন আজীবন সেই দীনের পথে টিকে থাকতে পারি। আমি যেন শহীদ হতে পারি। সেই তাওফিক আল্লাহর কাছে কামনা করছি।