গাজ্জা উপত্যকায় মানবাধিকার লঙ্ঘন করে বেসামরিক নারী-শিশুদের ওপর অব্যাহত বিমান হামলা ও তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। ফলে সেখানে খাদ্যসংকট এখন চরমে। সেই সাথে গাজ্জায় ত্রাণ ও জরুরি ওষুধ সরবরাহে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে।
এসবের পরিপ্রেক্ষিতে, অবশেষে ইসরাইলের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার কথা বললো জার্মানি।
জার্মান সম্প্রচারমাধ্যম ডাব্লিউডিআর-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল বলেন, ‘ইসরাইলের প্রতি জার্মানির ঐতিহাসিক সমর্থন যেন অপব্যবহার না করা হয়।’ গাজ্জায় ব্যাপক বিমান হামলা ও খাদ্য-ওষুধের ঘাটতি—পরিস্থিতিকে ‘অসহনীয়’ করে তুলেছে।
এর আগে ফিনল্যান্ডে এক সংবাদ সম্মেলনে চ্যান্সেলর মেৎর্স বলেছিলেন, গাজ্জায় যে যুক্তিতে ইসরাইল হামলা চালাচ্ছে, তা এখন আর গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, আমেরিকার পর জার্মানিই দীর্ঘদিন ধরে ইসরাইলকে সমর্থন জানিয়ে আসছিল। মানবিক আইন লঙ্ঘন ও বর্বরতার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরাইল ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে।