গাজ্জায় বর্বর গণহত্যা শুরুর পর থেকে এই পর্যন্ত ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে মোট ৯৪০টি অস্ত্রের চালান পাঠিয়েছে আমেরিকা। যার মধ্যে রয়েছে সাঁজোয়া যান ও গোলাবারুদসহ সুরক্ষা সরঞ্জাম। মঙ্গলবার (২৭ মে) ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য প্রকাশ করেছে তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি।
সংবাদ সংস্থাটি বলছে, এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) মার্কিন অস্ত্রের চালান নিয়ে ইসরাইলে ৮শ’ তম ফ্লাইট পৌঁছেছে। এছাড়া, জাহাজে পাঠানো হয়েছে আরও ১৪০টি চালান।
এই সরবরাহের মধ্যে রয়েছে গোলাবারুদ, সাঁজোয়া যান, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ও চিকিৎসা সামগ্রী। ইসরাইল জানায়, আমেরিকার কাছ থেকে তারা ৯০ হাজার টনের বেশি সামরিক সরঞ্জাম পেয়েছে। গাজ্জায় বর্বরতা শুরুর পর থেকেই ইসরাইলেকে অস্ত্রসহ নানাভাবে সহায়তা করে আসছে আমেরিকা।
অক্টোবর ২০২৩ থেকে ইসরাইলি বাহিনী আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতি আহ্বান উপেক্ষা করে গাজ্জায় ধ্বংসাত্মক হামলা চালিয়ে যাচ্ছে।