ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি কায়া ক্যালাস বলেছেন, গাজ্জায় বর্তমান পরিস্থিতি ‘সহ্যসীমার বাইরে’ চলে গেছে।
বুধবার (২৮ মে) এএফপি জানায়, তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ দেওয়া এক পোস্টে এ তথ্য।
গাজ্জায় ইসরাইলি বাহিনীর ‘অসম শক্তি প্রয়োগ’-এর নিন্দা জানিয়ে ক্যালাস বলেন, যুদ্ধবিরতিতে ফিরে যেতে হবে, যাতে জিম্মিদের মুক্তি নিশ্চিত হয় এবং আলোচনার মাধ্যমে একটি টেকসই শান্তির পথ তৈরি হয়।
ইইউর বৈদেশিক কর্মপরিষেবা ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘গাজ্জায় ইসরাইলের সামরিক অভিযান, অসম বলপ্রয়োগ এবং বেসামরিক নাগরিকদের মৃত্যু মেনে নেওয়া যায় না।’ বেসামরিক অবকাঠামোর ওপর অব্যাহত হামলা ‘অসমর্থনযোগ্য’।
তিনি বলেন, ‘আমরা পুনরায় জোরালোভাবে আহ্বান জানাচ্ছি—গাজ্জার বেসামরিক জনগণের প্রয়োজন অনুযায়ী সহায়তা দ্রুত, বাধাহীন ও টেকসইভাবে চালু করতে হবে।’
উচ্চ প্রতিনিধি আরও বলেন, অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইসরাইলিদের সহিংসতা বেড়ে গেছে, যেখানে ‘ভীতিকর অভিযান, শারীরিক ও মৌখিক আক্রমণ, ঘরবাড়ি ধ্বংস ও অগ্নিসংযোগের’ মতো ঘটনার ফলে পুরো ফিলিস্তিনি সম্প্রদায় বাস্তুচ্যুত হচ্ছে।
এ ছাড়া পূর্ব জেরুজালেমের পুরোনো শহরে ‘জেরুজালেম দিবস’-এ ডানপন্থি ইসরাইলি কর্মীদের মিছিলের সময় ফিলিস্তিনিদের ওপর হামলা, স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের ভয় দেখানোর ঘটনাও তীব্রভাবে নিন্দা করেন ক্যালাস।
সূত্র : বাসস











