পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি বলেছেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান অব্যাহত চেষ্টা চালিয়ে যাবে।
তিনি বলেন, আফগানিস্তানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে স্বাগত জানাবে ইসলামাবাদ।
রবিবার (২৭ জুন) পাকিস্তানের কেন্দ্রীয় শহর মুলতানে একটি সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, পাকিস্তান ইতিমধ্যে ৩০ লাখ ৫০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে।
তিনি আরও বলেন, আমরা আর কোনো শরণার্থী নিতে পারব না। আমাদের সীমান্ত বন্ধ করে দিতে হবে। জাতীয় স্বার্থেই আমাদের নিরাপত্তাবিধান করতে হবে।