ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ত্রাণ প্রবেশের জন্য বিশেষ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও কমপক্ষে ৬২ জনকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। নিহতদের মধ্যে ৩৪ জন ছিলেন ত্রাণপ্রার্থী।
এর আগে, গাজ্জা ভূখণ্ডের তিনটি এলাকায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল দখলদার ইসরাইলি সেনাবাহিনী।
তারা জানায়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গাজ্জার আল-মাওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজ্জা সিটি এলাকায় তারা সামরিক অভিযান বন্ধ রাখবে।
রোববার (২৭ জুলাই) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।
রয়টার্স জানায়, চলমান যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে গাজ্জার কিছু অংশে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে ইসরাইল। একইসঙ্গে নতুন ত্রাণ করিডোর চালুর কথাও জানিয়েছে তারা।









