মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

ইসরাইলকে চাপ না দেওয়া দেশগুলোও গাজ্জা হত্যাকাণ্ডের সহযোগী: ভলকার তুর্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় বর্বর আগ্রাসন বন্ধের জন্য ইসরাইলকে চাপ না দেওয়া দেশগুলোকে চলমান হত্যাকাণ্ডের সহযোগী বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক।

তিনি বলেন, যেসব দেশ ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করছে না, তারাও হয়তো গাজ্জা হত্যাকাণ্ডে ‘সহযোগী’। এসব দেশ ইসরাইলকে সহযোগিতা করে থাকতে পারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

নিউ ইয়র্কে আসন্ন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা বিষয়ক সম্মেলনে অংশগ্রহণকারীদের গাজ্জায় হত্যাকাণ্ড বন্ধের জন্য ইসরাইলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান তিনি।

এক ভিডিও বার্তায় ভলকার তুর্ক বলেন, আমরা গাজ্জা এবং পশ্চিম তীরে ভয়াবহ ও হতাশাজনক, অবর্ণনীয় ট্র্যাজেডি দেখছি। আমি বিভিন্ন দেশের সরকারকে এই সম্মেলনের সুযোগ কাজে লাগিয়ে গাজ্জায় হত্যাকাণ্ড স্থায়ীভাবে বন্ধ করার জন্য ইসরাইলি সরকারের ওপর সম্ভাব্য সকল চাপ প্রয়োগের জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, যেসব দেশ তাদের ক্ষমতা ব্যবহার করতে ব্যর্থ হয় তারা আন্তর্জাতিক অপরাধে জড়িত হতে পারে।

উল্লেখ্য, ফ্রান্স এবং সৌদি আরবের যৌথ সভাপতিত্বে এই সম্মেলন সোমবার নিউইয়র্কে শুরু হওয়ার কথা রয়েছে এবং এ সম্মেলন চলবে বুধবার পর্যন্ত।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img