চট্টগ্রাম সেগুনবাগান তালীমুল কুরআন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক ও চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ তৈয়ব ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাল ইলাইহি রাজিউন)।
আজ সোমবার (২৮ জুলাই) সকাল আটটার দিকে চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
তার পারিবার জানায়, আজ সোমবার (২৮ জুলাই) আসরের নামাযের পর চট্টগ্রাম সেগুনবাগান তালীমুল কুরআন কমপ্লেক্সে ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে।