মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

একদিনে গাজ্জায় অনাহারে ১৪ ফিলিস্তিনির মৃত্যু

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের টানা অবরোধের ফলে ভয়াবহ দুর্ভিক্ষে ফিলিস্তিনের গাজ্জায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই শিশুও রয়েছে।

সোমবার (২৮ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় গাজ্জার বিভিন্ন হাসপাতালে অনাহার ও অপুষ্টিজনিত কারণে নতুন করে ১৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুজন শিশু ক্ষুধায় মারা গেছে।

এ সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় অনাহারে মারা যাওয়াদের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ জনে, যার মধ্যে ৮৮ জনই শিশু।

প্রসঙ্গত, ইসরাইল গত ১৮ মাস ধরে গাজ্জা উপত্যকার ওপর অবরোধ আরোপ করে রেখেছে। চলতি বছরের ২ মার্চ থেকে তারা গাজ্জার সব সীমান্তপথ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, যা মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img