মঙ্গলবার | ২৯ জুলাই | ২০২৫

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন আল্লামা আব্দুল হামিদ

spot_imgspot_img

দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর ও জমিয়তের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা আব্দুল হামিদ পীর মধুপুর।

আজ সোমবার (২৮ জুলাই) সময় সন্ধ্যা ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

আল্লামা আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে এবং অবশেষে তিনি সুস্থ হন।

এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মাওলানা ফয়জুল্লাহ আশরাফী, মাওলানা হোসাইন আহমাদ ইসহাকী, মাওলানা আবু বকর, মাওলানা নেয়ামতুল্লাহ, মাওলানা মুহাম্মদুল্লাহ, মাওলানা আবু ইউসুফ প্রমুখ।

বিমানবন্দরে উপস্থিত জনতাকে আগামী ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের খতমে নবুওয়াত জাতীয় মহাসমাবেশ সফল করতে বিশেষ আহ্বান জানান।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img