মঙ্গলবার | ১ জুলাই | ২০২৫

পাকিস্তানের সত্যিকারের স্বাধীনতার জন্য লড়ছি : ইমরান খান

spot_imgspot_img

পাকিস্তান বন্যায় বিপর্যস্ত। এর মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক কর্মসূচি আয়োজনের যৌক্তিকতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। সমালোচকদের কঠোর ভাষায় জবাব দিয়েছেন সাবেক এ তারকা ক্রিকেটার।

তিনি বলেছেন, আমি পাকিস্তানের সত্যিকারের স্বাধীনতার জন্য লড়ছি। আমার এ লড়াই দাবদাহ, বন্যা এমনকি যুদ্ধেও অব্যাহত থাকবে।

রোববার (২৮ আগস্ট) পাঞ্জাবের ঝিলমে একটি জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

সাবেক পাক প্রধানমন্ত্রী বলেন, বিরোধীরা পিটিআইয়ের বিরুদ্ধে চক্রান্ত করছে। সংবাদপত্র, মিডিয়া, সাংবাদিক এবং একটি বিশেষ মিডিয়া হাউজের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে; যারা সর্বদা চোরদের (ক্ষমতাসীন দল) স্বার্থ রক্ষা করে চলে। তারা বলছে, এটা সমাবেশ করার সময় নয়।

তিনি বলেন, আমি এই চোরদের বিরুদ্ধে যুদ্ধ করছি যারা ৩০ বছর ধরে পাকিস্তানের সম্পদ লুট করেছে। আমি আইনকে সমুন্নত রাখার জন্য লড়াই করছি। আমি এমন একটা দেশের জন্য লড়ছি যেটির একটা ইসলামিক কল্যাণ রাষ্ট্র হওয়ার কথা ছিল।

তিনি আরও বলেন, আমি আমার জনগণের সুখ-দুঃখে পাশে থাকব, কিন্তু আমি চোরদেরও ছাড় দেব না।

সূত্র : ডন

সর্বশেষ

spot_img
spot_img
spot_img