পাকিস্তানে জুন থেকে শুরু হওয়া মৌসুমি বৃষ্টিপাত ও বন্যায় এ পর্যন্ত ১,০৩৩ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ আগস্ট) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে
এক বিবৃতিতে বলা হয়, জনের মধ্যে গত ২৪ ঘন্টায় ১১৯ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাত ও বন্যায় বিপন্ন এলাকায় ৩ কোটি ৩০ লাখের বেশী লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: বাসস