বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর | ২০২৫
spot_img

নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানাল জমিয়ত

নির্বাচন কমিশনের (ইসির) ঘোষিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসির ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানান দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যে নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এই মূহুর্তে একটি বড় চ্যালেঞ্জিং বিষয়। নির্বাচনে অংশগ্রহণকারী কোনো রাজনৈতিক দল ও প্রার্থী যেন কোনরূপ বৈষম্যমূলক আচরণের শিকার না হয় সে রকম পরিবেশ সৃষ্টি করতে হবে।”

তিনি আরও বলেন, গত ৩ তিনটি নির্বাচনে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। সাংবিধানিক এই অধিকার থেকে বঞ্চিত হয়েছেন নতুন ভোটাররাও। স্বাভাবিক কারণে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ রয়েছে। আজকের ঘোষিত রোডম্যাপের মধ্য দিয়ে এই আগ্রহ পুরণের পথ আরো সুগম হল।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img