বৃহস্পতিবার | ৩০ অক্টোবর | ২০২৫

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পিকআপ ভ্যানচালক ইয়াছিন আহমেদ রাজের হত্যা মামলায় বংশালের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১ টার দিকে বংশাল থানার আগা সাদেক রোডের বাংলাদেশ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে পিকআপ ভ্যানচালক ইয়াছিন আহমেদ রাজ হত্যার ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর নিহতের মা সাহিদা বেগম মামলা করেন। মামলার তদন্তে তানভীর ও আল আমিনের নাম পাওয়া গেছে। তারা হলেন-বংশাল ৩৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ও ৩৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন রাফি।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img