রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

দুই ম|মলায় জামিন পেয়েছেন এনসিপি নেতা আখতার

বিভিন্ন অভিযোগে দায়ের করা দুই মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন জামিন পেয়েছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই জামিন আদেশ দেন।

আখতার হোসেনের আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী জানান, শাহবাগ থানায় বিগত সরকারের আমলে করা ভিন্ন ভিন্ন অভিযোগের দুটি মামলায় আজ জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত আখতার হোসেনের জামিন মঞ্জুর করেন।

আখতার হোসেনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা ছিল জানিয়ে তার এই আইনজীবী বলেন, কয়েকটি মামলা থেকে ইতোমধ্যে তিনি খালাস পেয়েছেন। আজ নতুন করে আরও দুটি মামলায় জামিন পেলেন।

আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ থানায় এসব মামলা হয়েছিল।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ