রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

করোনা : প্রথমবারের মতো এক মাসে ১০ হাজারের বেশি মৃত্যু জাপানে

আবারও বিশ্বব্যাপী দাপট বাড়ছে প্রণঘাতী ভাইরাস করোনার। চীন, জাপানসহ বেশকিছু দেশে ইতোমধ্যে করোনা সংক্রমনের হার অনেকটা বেড়েছে। প্রথমবারের মতো এক মাসে ১০ হাজারের বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে জাপানে। শুধুমাত্র নতুন বছরের জানুয়ারি মাসেই ১০ হাজার ১২৪ জন মারা গেছে।

রোববার (২৯ জানুয়ারি) জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টার করোনার রিপোর্ট প্রকাশের সময় এই তথ্য তুলে ধরেছে।

এর আগে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, গত ডিসেম্বর মাসে ৭ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল জাপানের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ।

গতকাল শনিবার (২৮ জানুয়ারি) ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৪ হাজার ৮০০ করোনা রোগী শনাক্ত হয়েছে।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img

এই বিভাগের

spot_img