রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

রাফায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলী বাহিনী

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর হামলা শুরুর পর লাখ লাখ ফিলিস্তিনি দক্ষিণ গাজ্জার রাফায় আশ্রয় নেয়। এটি মিশর সীমান্তবর্তী এলাকা। এরই মধ্যে উত্তর ও মধ্য গাজ্জাকে ধ্বংস করেছে দখলদার বাহিনী। এখন আন্তর্জাতিক সব চাপ উপেক্ষা করে রাফায়ও আগ্রাসন চালাবে ইসরাইল।

ইসরাইলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু গাজ্জায় হামাসের হাতে জিম্মি সেনাদের পরিবারের সদস্যদের বলেছেন, একমাত্র সামরিক চাপের মাধ্যমেই তাদের মুক্ত করা সম্ভব। তাছাড়া ইসরাইলী বাহিনী রাফায় হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

রাফায় স্থল অভিযানের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমরা এরই মধ্যে উত্তর গাজ্জা ও খান ইউনিস জয় করেছি।

এদিকে গাজ্জায় গণহত্যামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ইসরাইলের বিরুদ্ধে আরও দুইটি ইস্যু জারি করেছে আন্তর্জাতিক বিচার আদালত। সেখানে মৌলিক সেবা ও মানবিক সহায়তা প্রবেশের নিশ্চিয়তা দেওয়ার কথা বলা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ