যুদ্ধবিধ্বস্ত গাজ্জায় মানবিক সাহায্যের প্রবেশাধিকার সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের (ওসিএইচএ) মুখপাত্র জেন্স লারকে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, গাজ্জায় মানুষের জীবন এবং মর্যাদার প্রতি এক নির্মম অবজ্ঞা রয়েছে। আমরা যে যুদ্ধের ঘটনাগুলো দেখতে পাচ্ছি, তা নৃশংস অপরাধের লক্ষণ বহন করে।
তিনি আরও বলেন, ইসরাইল মানবিক সাহায্যের প্রবেশাধিকার সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। আমরা আগের অবস্থানে ফিরে এসেছি। এবার সরবরাহের সম্পূর্ণ বন্ধের কারণে পরিস্থিতি আরও খারাপ।
বেসামরিক নাগরিকদের ওপর ক্রমবর্ধমান হতাহতের বর্ণনা দিয়ে জেন্স লারকে বলেন, হাসপাতালগুলো আবারও যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। রোগীদের তাদের বিছানায় হত্যা করা হয়েছে। অ্যাম্বুলেন্সে গুলি চালানো হয়েছে এবং স্বেচ্ছাসেবকদের হত্যা করা হয়েছে।
জেন্স লারকে আরও বলেন, ইসরাইলী বিমান হামলায় শত শত শিশু এবং অন্যান্য বেসামরিক নাগরিক নিহত হয়েছে।