সোমবার | ২২ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইসরাইলি নৃশংসতায় আমেরিকার সম্পৃক্ততা বন্ধ করতে হবে: মার্কিন সিনেটর

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নৃশংস কর্মকাণ্ডে আমেরিকার সম্পৃক্ততা বন্ধ করতে হবে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।

তিনি বলেন, নেতানিয়াহু স্পষ্টভাবে আন্তর্জাতিক ও মার্কিন আইন লঙ্ঘন করছেন আর এই নৃশংসতায় আমেরিকার সম্পৃক্ততা বন্ধ করতে হবে।

মার্কিন সিনেটে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে ভোট বাধ্যতামূলক করার ঘোষণা দিয়ে বার্নি স্যান্ডার্স বলেন, তিনি ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে দুটি প্রস্তাব উত্থাপন করবেন।

গাজ্জায় ভয়াবহ মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ। সংস্থাটি জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এত দীর্ঘ সময় গাজ্জা কখনো খাদ্য ও চিকিৎসা সহায়তা ছাড়া কাটায়নি। বর্তমানে সেখানে লাখ লাখ মানুষ মারাত্মক খাদ্য সংকটের মধ্যে রয়েছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে গাজ্জায় মাত্র দু’সপ্তাহের জন্য খাদ্য মজুত রয়েছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে উপত্যকাটিতে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img