মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫

‘বিশ্ব শান্তির’ দোহাই দিয়ে গ্রিনল্যান্ড দখল করার পরিকল্পনা আমেরিকার

‘বিশ্ব শান্তির’ জন্য আমেরিকার গ্রিনল্যান্ড দখল করা দরকার বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

তিনি বলেন, আমরা আমেরিকার জন্য শান্তির কথা বলছি না। আমরা বিশ্ব শান্তির কথা বলছি। আমরা আন্তর্জাতিক নিরাপত্তার কথা বলছি।

এদিকে শুক্রবার গ্রিনল্যান্ডের একটি মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, তার স্ত্রী ও অন্যান্য ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা।

সেখানে বক্তব্য প্রদানকালে ভ্যান্স বলেন, তিনি আর্কটিক নিরাপত্তায় সত্যিই আগ্রহী এবং যদি আমেরিকা এই অঞ্চলে নেতৃত্ব না নেয় তবে চীন ও রাশিয়ার মতো শক্তিগুলো সেই নেতৃত্ব গ্রহণ করবে।

ভ্যান্স আরও বলেন, আমাদের বিতর্ক গ্রিনল্যান্ডের জনগণের সাথে নয়। আমার মনে হয় তারা অসাধারণ এবং এখানে তাদের অবিশ্বাস্য সুযোগ রয়েছে। আমাদের বিতর্ক আসলে ডেনমার্কের নেতৃত্বের সাথে, যারা গ্রিনল্যান্ডে কম বিনিয়োগ করেছে এবং তাদের নিরাপত্তা স্থাপত্যে কম বিনিয়োগ করেছে। এটি অবশ্যই পরিবর্তন করতে হবে।

ওই সফরে মার্কিন প্রতিনিধিদলের মধ্যে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ, জ্বালানি সচিব ক্রিস রাইট ও ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img