ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাস পুনরায় চালুর বিষয়ে আমেরিকার সাথে জোরদার আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। একই সঙ্গে ওয়াশিংটনে আফগান দূতাবাস চালুর বিষয়েও বিবেচনা করছে উভয় পক্ষ।
সাম্প্রতিক মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আফগান সফরে এই বিষয়ে মতবিনিময় করেছে উভয়পক্ষ।
আল আরাবিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন জাবিহুল্লাহ মুজাহিদ।
তিনি জানান, “যুক্তরাষ্ট্রে আফগান দূতাবাস হস্তান্তর নিয়ে আলোচনা চলছে। এটি মূলত উভয় পক্ষের মধ্যে সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়ার প্রাথমিক ধাপ।”
তিনি উল্লেখ করেন যে, কিছুদিন আগে একটি মার্কিন প্রতিনিধি দল কাবুল সফর করেছিল। তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এখন তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটাই দেখার বিষয়।
তিনি আরও বলেন, ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অধ্যায় শেষ করেছে এবং দুই দেশের মধ্যে ভালো সম্পর্কের পক্ষে।
তিনি যুক্তরাষ্ট্রকে কাবুলে তাদের দূতাবাস পুনরায় চালু করার আহ্বান জানান, যাতে উভয় দেশের মধ্যে বিশ্বাস স্থাপন ও সম্পর্ক উন্নয়ন সম্ভব হয়।
আফগানিস্তানের রাজনৈতিক বিশ্লেষক মইন গুল সামকানাই বলেন, “দোহা চুক্তির অর্ধেক বাস্তবায়িত হয়েছে, কিন্তু বাকি অর্ধেক, যা আফগানদের মধ্যে সংলাপ, তা এখনো কার্যকর করা হয়নি। এই প্রক্রিয়াটি এগিয়ে নেওয়া দরকার। আমার মতে, যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে আমাদের জন্য যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করা সহজ হবে।”
সূত্র: তোলো নিউজ