পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের আড়াই হাজার কারা-বন্দিকে মুক্তি প্রদান করা হয়েছে। একই সঙ্গে সাজা কমানো হয়েছে আরো তিন হাজারেরও বেশি বন্দির। এই সমস্ত বন্দিরা সাধারণ ক্ষমার উপযোগী ছিলেন।
আজ শনিবার (২৯ মার্চ) দেশটির সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের সর্বোচ্চ নেতা শাইখুল হাদিস মাওলানা হেবায়তুল্লাহ আখুন্দজাদা ও প্রধান বিচারপতি শেখ আব্দুল হাকিম হাক্কানির জারি করা এক ডিক্রির মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ডিক্রি অনুযায়ী সাধারণ ক্ষমার উপযোগী ২ হাজার ৪৬৩ জনকে মুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে শাস্তি কমানো হয়েছে ৩ হাজার ১৫২ জন কারাবন্দির।
উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে বন্দিদের মুক্তির সিদ্ধান্ত কোনো হঠাৎ নেওয়া পদক্ষেপ নয়, বরং এটি সুপ্রিম কোর্টের বিচারিক পরিদর্শন বিভাগের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত একটি বিশেষ কমিটির মাধ্যমে প্রণীত হয়েছে। এই কমিটিতে বিচার বিভাগ, গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যুক্ত ছিলেন।
বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই কমিটি বন্দিদের মুক্তি ও সাজা হ্রাসের বিষয়ে সুস্পষ্ট নীতিমালা তৈরি করে। এতে বিচারিক পরিদর্শন বিভাগের উপ-মহাপরিচালক, কারা সংস্কার প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্তের সাধারণ অধিদপ্তর, কাবুল অপরাধ তদন্ত বিভাগ, আদেশ ও ডিক্রি বাস্তবায়নের সাধারণ অধিদপ্তর এবং গোয়েন্দা সংস্থার সাধারণ অধিদপ্তরের সদস্যরা সক্রিয় ভূমিকা রাখেন।
সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবনা ইসলামিক আমিরাতের শীর্ষ নেতৃত্বের কাছে উপস্থাপন করা হলে, তা অনুমোদিত হয়। এরপরই সংশ্লিষ্ট নির্দেশনার ভিত্তিতে সারাদেশে ৫,৬১৫ বন্দির মুক্তি ও সাজা হ্রাসের সিদ্ধান্ত কার্যকর করা হয়।
সূত্র: আরটিএ