সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল রবিবার (৩০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
শনিবার (৩ মার্চ) সৌদি চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী, সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ঈদুল ফিতর মুসলিমদের জন্য আনন্দ ও উৎসবের দিন। এক মাস সিয়াম সাধনার পর বিশ্ব মুসলিম সম্প্রদায় ঈদের দিনে আনন্দ উদযাপন করে থাকে। সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোতে ইতোমধ্যে ঈদ উপলক্ষে নানা আয়োজন সম্পন্ন হয়েছে।
মুসলিম উম্মাহর জন্য ঈদুল ফিতর আনন্দ ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। এ উপলক্ষে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিশ্ব মুসলিমদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।