ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কারাগারে সেনাদের ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়েছেন অস্কারজয়ী ফিলিস্তিনি নির্মাতা হামদান বল্লাল।
তিনি বলেন, পশ্চিম তীরে অবস্থিত সুসিয়া গ্রামে নৃশংস অভিযান চালায় ইসরাইলি সেনারা, এই সময় তাকে জোর করে ধরে নিয়ে যায় ইসরাইলি বাহিনী। এরপর তাকে পশ্চিম তীরের সামরিক ঘাঁটিতে ফেলে রাখা হয়।
তিনি আরও বলেন, দিনের পর দিন আমার ওপর চালানো হয় পাশবিক নির্যাতন। তবে তিনি একা নন, তার সঙ্গে আরও দুজনের উপর অমানবিক নির্যাতন করা হয়েছিল। তার চোখ বেঁধে দেওয়া হয়েছিল। এরপর বরফের ঠান্ডা হিমঘরে তাদের বন্দি করে রাখা হয়।
এ প্রসঙ্গে বলতে গিয়ে কেঁদে ফেলেন হামদান। চোখের পানি মুছে বলেন, সারারাত ঠাণ্ডায় কাতরাচ্ছিলাম। সেই ঘরে কিছু দেখা যাচ্ছিল না। চারিদিক অন্ধকার। হাত পা বেঁধে দেওয়ার কারণে সেখান থেকে নড়তে পরাছিলাম না। তীব্র শীতের চোটে জ্ঞান হারায়। যখন জ্ঞান ফেরে যন্ত্রণায় কাতরাচ্ছি আমি।
হামদান বলেন, ইসরাইলি সেনারা আমার এমন অবস্থা দেখে হাসাহাসি করছিল। মুখে বুটের লাথি মেরে রক্তাক্ত করে দেওয়া হয়। সারা শরীরে ব্যাপক আঘাতের চিহ্নসহ রক্তাক্ত অবস্থায় কাতরাতে থাকি।
প্রসঙ্গত, মার্চ মাসের প্রথম দিকে ‘নো আদার ল্যান্ড’ চলচ্চিত্র নির্মাণ করে অস্কার জেতেন ফিলিস্তিনি নির্মাতা হামদান বল্লাল। ওই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছিল ইসরাইলি বর্বরতা ও পাশবিক নির্যাতনের জীবন্ত গল্প। বদলা নিতে হামদানকে তুলে নিয়ে গিয়েছিল নেতানিয়াহুর পিশাচ বাহিনী।
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কারের ৯৭তম আসরে হামদান বল্লালসহ আরও তিন নির্মাতা অস্কার জেতেন। সেই তথ্যচিত্রে তারা ইসরাইলি দখলদারিত্বের মুখে ফিলিস্তিনিদের জীবন সংগ্রামের চিত্র ফ্রেমবন্দি করেন।