লালমনিরহাট সীমান্তে বাংলাদেশী যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে ভারতীয়রা।
শনিবার (২৯ মার্চ) কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে বাংলাদেশিকে পিটিয়ে জখম করে ভারতীয়রা। আহত ব্যক্তি গোড়ল ইউনিয়নের দুলালী গ্রামের মদন চন্দ্র রায় (৩২)।
জানা যায়, সীমান্তবর্তী মালদা নদীর বাংলাদেশ অংশের ১০০ গজ ভিতরে এসে বাংলাদেশী ব্যাক্তির বসানো মাছ টেপরাইসহ মাছ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ভারতীয়রা। এ নিয়ে দুই দেশের জেলেদের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয় তারা, পরে তারা দু’দেশের ভিতরে গিয়ে গ্রামের লোকজনকে জড়ো করেন ঘটনাস্থলে।
এতে সংঘর্ষ বাঁধলে মদন চন্দ্র রায় আহত হয়।
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্তের জিরো পয়েন্টে দু দেশের মাছ শিকারি ব্যক্তিদের মধ্যে সৃষ্ট সমস্যা নিরসন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে পুনরায় উত্তেজনা সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।