বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

আজ কেউ হারেনি জিতেছে তুরস্কের ৮৫ মিলিয়ন জনতা: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট পদে চূড়ান্ত বিজয় অর্জনের পর গতকাল রবিবার (২৮ মে) গভীর রাতে আঙ্কারায় লক্ষ লক্ষ জনতার সামনে আসেন রজব তাইয়েব এরদোগান এবং সকলের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি।

এরদোগান বলেন, আজ আমরাই একমাত্র বিজয়ী নই বরং গোটা তুরস্ক, তুরস্কের গণতন্ত্রও বিজয় অর্জন করেছে। কেউ হারেনি বরং জিতেছে তুরস্কের ৮৫ মিলিয়ন জনতা। এখন সময় আমাদের লক্ষ্য ও স্বপ্নকে কেন্দ্র করে সকলের একত্রিত হওয়ার।

এর আগে তুর্কি সুপ্রিম ইলেকশন কাউন্সিল প্রধান আহমদ ইয়েনার এরদোগান বিজয়ী হওয়ার ঘোষণা দেন।

সর্বশেষ প্রকাশিত ফলাফল অনুযায়ী ৯৯.৪৩ শতাংশ ভোট গণনার পর এরদোগান ৫২.১৪ শতাংশ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন। প্রেসিডেন্ট পদের চূড়ান্ত নির্বাচনে এরদোগানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা কট্টর সেক্যুলারবাদী কামাল।কিলিচদার ওগলু পান ৪৭.৮৬ শতাংশ ভোট।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ