রবিবার | ১১ জানুয়ারি | ২০২৬
spot_img

প্রাকৃতিক জ্বালানি অনুসন্ধানে তুরস্কের সাথে চুক্তিবদ্ধ হয়েছে পাকিস্তান

প্রাকৃতিক জ্বালানি অনুসন্ধানে তুরস্কের সাথে চুক্তিবদ্ধ হয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২৯ মে) এক অনুষ্ঠানে বক্তৃতায় একথা জানান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

তিনি বলেন, জ্বালানি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি করছে তুরস্ক। আঞ্চলিক জ্বালানি খাতে তুরস্কের ক্রমবর্ধমান ভূমিকার অংশ হিসেবে ‘তুর্কি পেট্রোলিয়াম’ পাকিস্তানের দুটি স্থলভাগের ক্ষেত্রে প্রাকৃতিক জ্বালানি অনুসন্ধানের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে।

এছাড়া সমুদ্রতলে জ্বালানি অনুসন্ধানের বিষয়েও দু’দেশ সম্মত হয়েছে বলে জানান। উল্লেখ করেন, এর কার্যক্রমও শীঘ্রই শুরু হবে।

তিনি আরো জানান, তুরস্কের আন্তর্জাতিক জ্বালানি কার্যক্রম অব্যাহত রয়েছে। সোমালিয়া, লিবিয়া এবং ইউরোপের জ্বালানি প্রকল্প এর অন্তর্ভুক্ত। তুরস্ক বর্তমানে বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি এবং সার্বিয়া সহ প্রভৃতি দেশে প্রাকৃতিক গ্যাস রপ্তানি করছে বলেও জানান তিনি।

সংবাদমাধ্যমের তথ্যমতে, গত ফেব্রুয়ারিতে এরদোগানের পাকিস্তান সফরের পরপরই জ্বালানি খাতের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দু’দেশের মধ্যকার সাম্প্রতিক চুক্তি প্রমাণ বহন করছে যে, জ্বালানি খাতে দু’দেশের সহযোগিতার সম্পর্ক ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

সূত্র: আখবারু তুর্কিয়া, বাহা ব্রেকিং নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ