বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

আমেরিকার অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে আফগান সরকার

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পক্ষ থেকে আফগানিস্তানে বিদেশি গোষ্ঠীর উপস্থিতি নিয়ে তোলা অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে।

ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জবিহুল্লাহ মুজাহিদ এক্স-এ দেওয়া বিবৃতিতে বলেছেন, “আমরা আমেরিকার প্রতিনিধি পরিষদের পক্ষ থেকে করা সেই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি যেখানে বলা হয়েছে যে আফগানিস্তানে বিদেশি গোষ্ঠী রয়েছে বা কারো জন্য কোনো হুমকি তৈরি হচ্ছে।”

তিনি আরও বলেছেন, “আফগানিস্তান একটি একক ও শক্তিশালী সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। এই সরকার দেশের সমগ্র ভূখণ্ডের ওপর পূর্ণ কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ বজায় রেখেছে। কাউকে কোনোভাবেই আফগানিস্তানের ভূখণ্ড অন্য কারও বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না।”

সূত্র : আরটিএ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img