বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

ইরান-ইসরাইল সংঘাতের মধ্যে ১১ দিনে ইরান থেকে ৮০ হাজার আফগান শরণার্থী দেশে ফিরেছে

ইরান-ইসরাইলের ১২ দিনের সংঘাতের মধ্যে প্রায় ৮০ হাজার আফগান শরণার্থী ইরান থেকে নিজ দেশে ফিরেছে। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শরণার্থী ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, “যেসব শরণার্থী দেশে ফিরেছেন, তাদের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা সময়মতো পৌঁছে দেওয়া হচ্ছে।”

আফগানিস্তানে শরণার্থী বিষয়ক জাতিসংঘের হাইকমিশনার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, “২০২৩ সালের পর থেকে প্রায় ৩৫ লাখ আফগান শরণার্থী প্রতিবেশী দেশগুলো থেকে নিজ দেশে ফিরে এসেছে। এদেরকে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় যদি পুনর্বাসনের ক্ষেত্রে সহায়তা করে, আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে তাদের পূর্ণ সমর্থন দেব।”

সূত্র : আরটিএ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ