ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় একদিনে কমপক্ষে আরও ৮০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া দখলদার বাহিনীর অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অনাহারে দুজন শিশুসহ আরও ১৪ ফিলিস্তিনি মারা গেছেন।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
আল জাজিরা জানায়, গাজ্জা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত আরও ৮০ জন নিহত হয়েছেন। একইসঙ্গে ক্রমবর্ধমান দুর্ভিক্ষে আরও ১৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুটি শিশুও রয়েছে বলে সোমবার জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরাইল গাজ্জায় যুদ্ধ শুরু করার পর অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে, যাদের মধ্যে ৮৮ জনই শিশু।
গাজ্জা সরকারের গণমাধ্যম অফিস জানায়, এ পরিস্থিতিতে ৪০ হাজারের বেশি শিশু ধীরে ধীরে মৃত্যুর মুখে পড়ছে। কারণ গত ১৫০ দিনে ইসরাইল শিশু খাদ্য ঢুকতে দেয়নি গাজ্জায়।









