সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশবাসী তা রুখে দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের।
তিনি বলেন, ‘সংস্কার ছাড়া নির্বাচন হলে লক্ষ লক্ষ মানুষ রাস্তা ঘেরাও করবে, ব্যালট বাক্স কেন্দ্রে নিতে দেওয়া হবে না’
বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই ঘোষণা ও সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময়, সংস্কারের আইনি ভিত্তি ও এর ভিত্তিতে আগামী নির্বাচনের দাবি জানান জামায়াতের এই নেতা।











