শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

পরমাণু ইস্যুতে ইরানের সাথে শান্তিপূর্ণ সমাধান চায় আমেরিকা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান বিরোধ নিরসনে তেহরানের সঙ্গে সরাসরি শান্তিপূর্ণ আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে আমেরিকা- এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শুক্রবার (২৯ আগস্ট) রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরানের পারমাণবিক ইস্যুর একটি শান্তিপূর্ণ এবং টেকসই সমাধানের জন্য আমেরিকা সবসময় সরাসরি সংলাপের জন্য প্রস্তুত।’

তিনি আরও মনে করিয়ে দেন যে, এর আগে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে।

রুবিও বলেন, ‘স্ন্যাপব্যাক প্রক্রিয়া আমাদের আন্তরিক কূটনৈতিক প্রস্তুতির পরিপন্থী নয়, বরং এটিকে আরও শক্তিশালী করে। আমি ইরানি নেতাদের প্রতি অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই, যাতে দেশটি কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে এবং শান্তির পথে হেঁটে জনগণের সমৃদ্ধি নিশ্চিত করে।’

অন্যদিকে, যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্স এক যৌথ বিবৃতিতে জানিয়েছে যে, তেহরানের সঙ্গে পারমাণবিক আলোচনা ব্যর্থ হওয়ার পর তারা ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া শুরু করেছে। এর অংশ হিসেবে এই তিন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img