ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে তুরস্ক।
আজ শুক্রবার (২৯ আগস্ট) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ তথ্য জানান। সংবাদ মাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আঙ্কারায় গাজ্জা বিষয়ক একটি বিশেষ সংসদীয় অধিবেশনের বক্তব্যে ফিদান বলেন,‘আমরা ইসরাইলের সঙ্গে আমাদের বাণিজ্য পুরোপুরি ছিন্ন করেছি। তুর্কি জাহাজগুলোকে ইসরাইলি বন্দরে যেতে দিচ্ছি না এবং তাদের বিমানগুলোকে আমাদের আকাশসীমায় প্রবেশ করতে দিচ্ছি না।’
সম্প্রতি তুর্কি গণমাধ্যম জানায়, ইসরাইলের সাথে সমুদ্র পরিবহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যদিও তখন কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না। প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি জাহাজগুলোকে তুরস্কে ডক করতে দেওয়া হয়নি এবং তুর্কি পতাকাবাহী জাহাজগুলোকে ইসরাইলের বন্দরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট এরদোগান গাজ্জায় ইসরাইলের হামলাকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন এবং ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘হিটলারের’ সাথে তুলনা করেছেন। গত নভেম্বরে ইসরাইলি রাষ্ট্রপতির বিমানকে তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্তকেও এই কঠোর অবস্থানের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, তুরস্ক ২০২৩ সালের মে মাসে ইসরাইলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয়, গাজ্জায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়ে। ২০২৩ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার।









