শুক্রবার | ১৯ ডিসেম্বর | ২০২৫

হাটহাজারীতে হেফাজতের আন্তর্জাতিক শানে রেসালাত সম্মেলন ৩ অক্টোবর

হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উদ্যোগে আন্তর্জাতিক শানে রেসালাত সম্মেলন আগামী শুক্রবার (০৩ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

এদিন সকাল দশটা থেকে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য উক্ত শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, হেফাজতের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেন হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক মুফতী মাসউদুর রহমান চৌধুরী।

প্রধান মেহমান থাকবেন, হাটহাজারী মাদরাসার মুহতামিম ও হেফাজতের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর আল্লামা খলীল আহমদ কাসেমীর ও প্রধান আলোচক থাকবেন আন্তর্জাতিক খতমে নবুওয়াত পাকিস্তান এর আমীর ও জামিয়া মাদানীয়া লিয়ারী করাচির মুহতামিম মুফতী নুরুল হক।

এতে আরো আলোচনা করবেন, জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, নানুপুর মাদরাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, হাটহাজারী মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা শোয়েব জমিরী, মুফতী কিফায়েত উল্লাহ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মুফতী মাহমুদ হাসান, মুফতী হারুন ইযহার, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতী মাহমুদ হাসান গুনভী।

সম্মেলনে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করবেন মুফতী জসিম উদ্দিন, নাজিরহাট বড় মাদরাসার মুহতামিম মুফতী হাবীবুর রহমান, কাসেমী,মাওলানা আহমদ দীদার, মাওলানা ওসমান ফয়জী ও মুফতী মোহাম্মদ আলী কাসেমী।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img