বুধবার | ২৯ অক্টোবর | ২০২৫

বাণিজ্য-বিনিয়োগে সম্পর্ক জোরদারে পাকিস্তান ও সৌদির সহযোগিতা চুক্তি

বাণিজ্য-বিনিয়োগে সম্পর্ক জোরদারে পাকিস্তান ও সৌদি আরবের মাঝে সহযোগিতা চুক্তি সম্পাদন হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ও পাকিস্তান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে অর্থনৈতিক সহযোগিতা কাঠামো চালু করার বিষয়ে একমত হয়েছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সোমবার রিয়াদে এক বৈঠকে এই বিষয়ে একটি চুক্তিতে পৌঁছান।

চুক্তি শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়, এই সহযোগিতা কাঠামো দুই দেশের অর্থনৈতিক স্বার্থ এবং ঐতিহাসিক অংশীদারিত্বের গভীরতার ভিত্তিতে গঠিত।

বিবৃতিতে আরও বলা হয়, এই কাঠামোর অংশ হিসেবে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন ক্ষেত্রে বেশ কয়েকটি কৌশলগত ও উচ্চ-প্রভাবসম্পন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হবে। প্রকল্পগুলো দুই সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করবে, বেসরকারি খাতের ভূমিকা বাড়াবে এবং দুই দেশের মধ্যকার বাণিজ্য বাড়াবে।

এতে আরো বলা হয়, চুক্তি অনুসারে জ্বালানি, শিল্প, খনন, তথ্যপ্রযুক্তি, পর্যটন, কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। দুই দেশ ইতোমধ্যে বিদ্যুৎ সংযোগ প্রকল্পের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

এছাড়াও এই সহযোগিতা কাঠামোকে দুই দেশের ভ্রাতৃসুলভ সম্পর্ক জোরদারের প্রচেষ্টার সম্প্রসারণ এবং বিভিন্ন অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ খাতে টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার যৌথ দৃষ্টিভঙ্গির পুনর্ব্যক্তি বলে আখ্যায়িত করা হয়।

সংবাদমাধ্যমের তথ্যমতে, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কয়েক দশকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশ দুটি নিজেদের সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করেছে।

গত মাসে যুবরাজ সালমান ও প্রধানমন্ত্রী শরীফ একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যেখানে বলা হয়, যেকোনো এক দেশের বিরুদ্ধে আগ্রাসন অন্য দেশের বিরুদ্ধেও আগ্রাসন হিসেবে গণ্য হবে।

এছাড়া গত বছর দেশ দুটি মোট ৩৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে, যার মোট মূল্য ছিল ২.৮ বিলিয়ন ডলার। আর সেগুলো বিভিন্ন খাতে সম্পাদিত হয়েছিলো।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img