বৃহস্পতিবার | ৩০ অক্টোবর | ২০২৫

তুরস্কে ২৭তম আন্তর্জাতিক কারা সংস্কার সম্মেলনে আফগানিস্তানের অংশগ্রহণ

তুরস্কে চলমান ২৭তম আন্তর্জাতিক কারা সংস্কার ও প্রশিক্ষণ সম্মেলনে অংশগ্রহণ করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

বুধবার (২৯ অক্টোবর) আফগান সংবাদমাধ্যম হুররিয়াত রেডিওর এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, তুরস্কে চলমান ২৭তম আন্তর্জাতিক কারা প্রশিক্ষণ ও সংস্কার সম্মেলনে অংশগ্রহণ করেছে আফগানিস্তান। ইমারাত সরকারের পক্ষে আফগান কারা সংস্কার অধিদপ্তরের মহাপরিচালক মাওলানা মুহাম্মদ ইউসুফ মিস্ত্রি এতে অংশগ্রহণ করেন।

মাওলানা মিস্ত্রি বলেন, এধরনের আন্তর্জাতিক সম্মেলন জ্ঞান বিনিময়, আধুনিক সংস্কার পদ্ধতি অর্জন এবং কারাগার সংস্কার কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির দারুণ সুযোগ হিসেবে কাজ করে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, তুরস্কে চলমান সম্মেলনটিতে ৮৫টি দেশের প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অংশ নিয়েছে। সম্মেলনটি অংশগ্রহণকারী দেশগুলোর কারাগার সংস্কার, বন্দীদের শিক্ষা, সংশোধন ও প্রশিক্ষণ, কারা-কর্মীদের পেশাগত উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

গত ২৬ অক্টোবর এবারের সম্মেলনের সূচনা হয়, যা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img