শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতে ২০২৮ কুম্ভ মেলার প্রস্তুতির জন্য মুসলিমদের বাড়িঘর উচ্ছেদের নোটিশ!

ভারতের শিপ্রা নদীর তীরে অবস্থিত গুল মোহর কলোনীর বাসিন্দাদের অবিলম্বে বাড়ি খালি করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন জানিয়েছে, এলাকাটি শিপ্রা নদীর তীরে অবস্থিত যেখানে প্রতি ১২ বছর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। পরবর্তী ২০২৮ সালের কুম্ভ মেলা এখানেই অনুষ্ঠিত হবে। তাই অবিলম্বে শিপ্রা নদীর তীর ঘেঁষে অবস্থিত মোহর কলোনীর বাসিন্দাদের তাদের বসতবাড়ি ত্যাগ করতে হবে যাতে স্থানটিতে হিন্দু উৎসব উদযাপনের জন্য প্রস্তুত করা যায়।

কলোনীর বাসিন্দারা অভিযোগ জানিয়েছে, প্রশাসন তাদের পুনর্বাসনের কোনো পরিকল্পনা ছাড়াই উচ্ছেদের নোটিশ দিয়েছে।

গুল মোহর কলোনীর বাসিন্দা শাকিল রহমান বলেন, “আমরা কষ্টার্জিত টাকা দিয়ে জমি কিনেছি। কিছু লোক ব্যাঙ্ক থেকে লোন তুলে জমি কিনেছে। কিন্তু এখন আমাদের এলাকা খালি করতে বলা হচ্ছে। আমরা কোথায় যাব তাহলে ?”

মধ্যপ্রদেশের জমিয়তে উলামায়ের সভাপতি হাজি মোহাম্মদ হারুন প্রশাসনের উচ্ছেদের নোটিশকে মুসলমানদের বিরুদ্ধে অবিচার ও নিষ্ঠুরতা বলে বর্ণনা করেছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে এই নিষ্ঠুরতা ও ক্ষমতার অপব্যবহার থেকে জনগণকে বাঁচানোর আহ্বান জানান।

সূত্র: মুসলিম মিরর ও ইটিভি ভারত

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ