ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে পশ্চিমাদের অবৈধ সৃষ্টি হিসেবে আখ্যা দিয়েছিলেন কায়েদে আজম মুহাম্মাদ আলী জিন্নাহ।
শনিবার (২৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর হাফেজ নাঈমুর রহমান।
তিনি বলেন, পাকিস্তান সবসময় ফিলিস্তিনের সমস্যাকে নিজেদের সমস্যা মনে করে। পাকিস্তান প্রতিষ্ঠার পূর্বে একটি প্রস্তাব পাকিস্তানের পক্ষে এবং আরেকটি ফিলিস্তিনের পক্ষে পেশ করা হয়েছিল।
তিনি আরও বলেন, কালিমার ভিত্তিতে পাকিস্তানের সৃষ্টি হয়েছে আর এজন্য জনগণ অনেক ত্যাগ-তিতিক্ষা স্বীকার করেছে। কিন্তু, পাকিস্তানের রাষ্ট্রব্যবস্থায় সে সকল জিনিস অর্জিত হয়নি যেগুলোর জন্য এ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল।
হাফেজ নাঈমুর রহমান বলেন, আমেরিকার নেতৃত্বে ইসরাইলে গণহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরাইল। গতকালও গাজ্জার একটি হাসপাতাল ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। কিন্তু, এসবে আমেরিকার কিছুই যায় আসে না। এরাই তো জাপানে এটম বোমা মেরেছিল।
হাফেজ নাঈমুর রহমান আরও বলেন, গাজ্জায় প্রতিনিয়ত নারী ও শিশু শহীদ হচ্ছে। শীতের তীব্রতা পাকিস্তান থেকেও সেখানে বেশি। তাই আমাদেরকে আমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।