পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ইমামসহ ৪৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫৭ জন। আহতদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে পেশোয়ার শহরের পুলিশ লাইনস এলাকার একটি মসজিদে এই বোমা হামলার ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তাদের মতে, আত্মঘাতী হামলাকারী জোহরের নামাজের সময় সামনের সারিতে উপস্থিত ছিল।
উদ্ধারকারী দলের মুখপাত্র বিলাল ফয়জির মতে, ধ্বংসস্তূপের নিচে এখনও পাঁচ থেকে ছয়জন আটকা পড়ে আছে।
তিনি বলেন, অপারেশন খুব সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না। সময় লাগলেও আমাদের মানুষের জীবন বাঁচাতে হবে। আমরা চাই না আমাদের ত্রুটির কারণে কারো প্রাণ চলে যাক।
সূত্র : জিও নিউজ