রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ মিছিল

সুইডেন ও ডেনমার্কের যৌথ নাগরিক রাসমুস পালুদান কর্তৃক কুরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শত শত ইন্দোনেশিয়ান মুসলমান।

সোমবার (৩০ জানুয়ারি) দেশটির রাজধানী জাকার্তা শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা “আল্লাহ মহান” এবং “বিতাড়িত হও সুইডিশ দূতাবাস!” বলে স্লোগান দেয়।

এসময় বিক্ষোভকারীদের উপস্থিতিতে দেশটির রাজধানী জাকার্তার প্রধান ব্যস্ততম সড়ক ছিল সম্পূর্ণ বন্ধ। ইসলামবিদ্বেষী উগ্র রাসমুস পালুদানের প্রতিকৃতি পদদলিত করে এবং পুড়িয়ে দেয় প্রতিবাদকারীরা।

বিক্ষোভ মিছিলটি রাজধানী জাকার্তার প্রধান সড়ক ধরে ইন্দোনেশিয়ায় অবস্থিত সুইডিশ দূতাবাসের দিকে অগ্রসর হচ্ছিল। এসময় পুলিশ তাদের ব্যারিক্যাড দিয়ে বাধা প্রদান করায় বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল সমাপ্ত ঘোষণা করে।

ইতোমধ্যে কুরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। এই ঘটনার প্রেক্ষিতে সুইডিশ রাষ্ট্রদূত মেরিনা বার্গকে তলব করেছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উগ্র রাসমুস পালুদান কর্তৃক কুরআন অবমাননার এই ঘটনা ধর্মীয় সহনশীলতাকে আঘাত করেছে এবং কলঙ্কিত করেছে।

উল্লেখ; গত ২১ জানুয়ারি সুইডেনে কুরআন পোড়ানোর পর মুসলিম দেশগুলোর ব্যাপক নিন্দা ও প্রতিবাদ উপেক্ষা করে পুনরায় ২৮ জানুয়ারি এই কাণ্ড ঘটিয়েছেন সুইডেন ও ডেনমার্কের যৌথ নাগরিক উগ্র রাসমুস পালুদান।

সূত্র : আরব নিউজ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img