রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

পাকিস্তানের পেশোয়ারে বোমা হামলায় ৩২ জন নিহত

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ইমামসহ কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৪৭ জন। আহতদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আশেপাশের সকল হাসপাতালে জরুরী অবস্থা জারি করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) পেশোয়ারের পুলিশ লাইন মসজিদে এই আত্মঘাতী বোমা হামলা হয়।

পুলিশ কর্মকর্তাদের মতে, আত্মঘাতী হামলাকারী জোহরের নামাজের সময় সামনের কাতারে উপস্থিত ছিল।

প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পর পেশোয়ারে রওনা হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তার সঙ্গে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

সূত্র : জিও নিউজ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img