শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

নারী কেন জামায়াতের আমীর হতে পারবেন না, জানালেন ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমীর পদে নারী আসা সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমীর পদে নারী আসা সম্ভব নয়। ‘কারণ, আল্লাহ একেকজনকে একেক বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। যেখানে আল্লাহ মানুষকে এমনভাবে বানিয়েছেন, সেখানে আমরা কী করব?’ একজন পুরুষ কখনো সন্তান ধারণ করতে পারবে না বা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবে না। আল্লাহ যা সৃষ্টি করেছেন, আমরা তা পরিবর্তন করতে পারি না।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আল জাজিরার ইউটিউব চ্যানেলে প্রচারিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ‘বাংলাদেশ নির্বাচন: জামায়াতে ইসলামীর পুনরুত্থান’ শিরোনামে প্রচারিত সাক্ষাৎকারটি নিয়েছেন আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন।

সাক্ষাৎকারের ভূমিকায় তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে গত দুই দশক ধরে আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল একচেটিয়া আধিপত্য বিস্তার করে আসছে। সবসময় দেশের তৃতীয় শক্তি হিসেবে ছিল জামায়াতে ইসলামী। তবে ২০২৪ সালের আগস্টে (স্বৈরাচার) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর এবং জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জামায়াতে ইসলামী আবার আলোচনার কেন্দ্রে চলে এসেছে। সাম্প্রতিক জরিপের তথ্য অনুযায়ী, এই নির্বাচনে জামায়াত একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে।

আল জাজিরার সাংবাদিক জামায়াতের আমীরের কাছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা, ইসলামি আইন চালুর বিষয়ে দলের অবস্থান, নারী, বাংলাদেশের ধর্মনিরপেক্ষ পরিচয় ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে জানতে চান।

নারীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে জামায়াত আমীর বলেন, এবারের নির্বাচনে তাদের দল থেকে একজন নারীকেও মনোনয়ন দেওয়া হয়নি। তবে তারা এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন।

জামায়াতের প্রধান পদে নারী আসতে পারেন কি না? এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘এটি সম্ভব নয়।’ এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আল্লাহ প্রত্যেককে তার নিজস্ব সত্তায় সৃষ্টি করেছেন। একজন পুরুষ কখনো সন্তান ধারণ করতে পারবে না বা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবে না। আল্লাহ যা সৃষ্টি করেছেন, আমরা তা পরিবর্তন করতে পারি না।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবেন না। কিছু শারীরিক বাস্তবতা আছে, যা আমরা অস্বীকার করতে পারি না। একজন মা যখন সন্তান জন্ম দেন, তখন তিনি কীভাবে এই দায়িত্ব পালন করবেন? এটি সম্ভব নয়।’

জামায়াত ক্ষমতায় এলে দেশে ইসলামি আইন চালু করা হবে কি না? এ প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘আমরা দেশের বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমরা জনগণের অনুভূতি অনুযায়ী সিদ্ধান্ত নেব। তাদের ইচ্ছার বাইরে কোনো কিছু করব না। যদি দেশের মঙ্গলের জন্য এটি অপরিহার্য হয়, তবে সংসদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এটি আমি নই, সংসদই বিষয়টি স্থির করবে।’

তিনি আরও বলেন, তারা জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করবেন না।

শ্রীনিবাসন জৈন জামায়াত আমীরকে প্রশ্ন করেন, আপনি কি নারীদের কর্মঘণ্টা কমানোর কথা বলেছেন এবং তারা শুধু শিশু লালন-পালন করবে, এমন ধারণা দিয়েছেন কি না? জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি এমন কোনো প্রস্তাব কখনো করিনি।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ