বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

সন্ত্রাস বিরোধী লড়াইয়ে অতুলনীয় পর্যায়ে পৌঁছে‌ গেছে তুরস্ক: পররাষ্ট্র মন্ত্রণালয়

সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ও সাফল্যের নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে তুরস্ক। এমনটিই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শুক্রবার একটি অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

অভূতপূর্ব এই সাফল্যের পেছনে তিনটি উপাদান রয়েছে বলে জানিয়েছেন ফিদান।

তিনি বলেন, “এই সাফল্যের তিনটি প্রধান উপাদান রয়েছে। শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব, জাতীয় কৌশলগত সক্ষমতা ও প্রতিবেশী দেশ বিশেষ করে ইরাকের সাথে একটি নতুন ও গঠনমূলক যৌথ অংশগ্রহণ প্রক্রিয়া।

ফিদান আরো বলেন, “চলমান সংকটময় মুহূর্তে সন্ত্রাসবাদের শিকড়কে সম্পূর্ণরূপে নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ আমরা।”

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img

এই বিভাগের

spot_img