জাতীয় হাফেজে কুরআন বাংলাদেশের ব্যবস্থাপনায় ইফতার মাহফিল ও কৃতি হাফেজে কুরআন সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৯মার্চ) চট্টগ্রাম জিইসি মোড়ে অবস্থিত হোটেল জামানে পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ নাঈম আহসান তালহার সভাপতিত্বে ও পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ নোমান ও যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান মিনহাজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরে অবদান রাখা কৃতি হাফেজে কুরআনদের সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিগণ হলেন, দীর্ঘ ৪৭ বছর কুরআনের শিক্ষক হিসেবে নিজেকে নিয়োজিত রেখে হাজার হাজার হাফেজ তৈরি করে কুরআনের শিক্ষা প্রচার ও প্রসারে অসামান্য অবদান রাখায় প্রবীণ হাফেজ মাওলানা মোহাম্মদ ওয়াহিদুল হক, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ওমরগনি মুসলিম এডুকেশন সোসাইটি (এমইএস) কলেজের উপাধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক হাফেজ রেজাউল করিম, ইসলামি শিক্ষা ও দ্বীনি দাওয়াত প্রচারের ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় তরুণ আলোচক, ইসলামি চিন্তাবিদ, পিএইচডি গবেষক হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব, চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখায় ডেন্টাল সার্জন জনাব হাফেজ ডাঃ রাগিবুল ইসলাম ও তরুণ উদ্যোক্তা হিসেবে অসামান্য সাফল্যের সাক্ষর রাখায় যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র লোহাগাড়া পদুয়া শাখার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ মিছবাহ উদ্দীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্ত হাফেজগণ এই ধরণের মহতি অনুষ্ঠান আয়োজন করার জন্য পরিষদের দায়িত্বশীলদের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তারা তাদের বক্তব্যে পরিষদের উন্নতিকল্পে বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত প্রদান করেন ও আগামীতে মহতি অঅনুষ্ঠান চালু রাখার জন্য পরামর্শ দেন।
অনুষ্ঠানে জাতীয় হাফেজে কুরআন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় ও জেলা দায়িত্বশীলগণ বক্তব্য রাখেন।